লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী গ্রুপ হিসেবে ঘোষণা দিয়েছে আরবের ২২টি দেশের জোট আরব লীগ। শুক্রবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে সংগঠনের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। খবর বিবিসির।
এতে বলা হয়, বৈঠকে সর্বসম্মতভাবে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা হয়। তবে জোটের ২০টি দেশ এটাকে সমর্থন করলেও বর্জন করেন ইরাক ও লেবানন।
প্রসঙ্গত, হিজবুল্লাহ একটি শিয়াপন্থী সশস্ত্র রাজনৈতিক সংগঠন। যারা সিরিয়ার গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারকে সহযোগিতা করছে।
বিডি-প্রতিদিন/১২ মার্চ, ২০১৬/মাহবুব