ফিলিস্তিনের দখলকৃত গাজায় ইসরায়েলের বোমা হামলায় ভাই-বোন নিহত হয়েছে। শনিবার সকালে বেইত লাহিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা জানান, ৬ বছরের মেয়ে শিশু ইসরা আবু খোসাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকালে সেখানেই তার মৃত্যু হয়। এর আগে, ওই হামালায় তার ১০ বছরের ভাই ইয়াসিন মারা যায়। গত অক্টোবরের পর এই প্রথম ইজরায়েল গাজায় বিমান হামলা চালালো বলেও উল্লেখ করা হয়।
এছাড়া তাদের আরেক ভাই ১৩ বছরের আইয়ুব আবু খোসাও ওই হামলায় আহত হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে শুক্রবার রাতে দক্ষিণ ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছিল। এর জবাবে গাজায় বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসিম ব্রিগেড এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। সংগঠনটি তাদের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেছে, ‘নিহত শিশুদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।’
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব