ভারতের উত্তরপ্রদেশের মেরুত শহরে ভারী বর্ষণে একটি দোতলা একটি ভবন ধসে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২ জন। খবর ইন্ডিয়া টুডের।
খবরে বলা হয়, মেরুত শহরের কুদি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে রবিবার সকালে এ ঘটনা ঘটে। এতে ৩ জন শিশুসহ ৫ জন নিহত হয়।
ভবন ধসের পরপরই দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা অংশ নেন। আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব