যুক্তরাষ্ট্রের মার্কিন বিমানবাহিনী বা ইউএসএএফ আকাশে প্রাধান্য হারাতে পারে বলে দেশটির সিনেটে দেয়া লিখিত সাক্ষ্যে আশংকা ব্যক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার লক্ষ্যে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়াসহ অন্য কয়েকটি দেশ অকল্পনীয় দ্রুতগতিতে নিজ নিজ বিমানের অব্যাহত উন্নয়ন ঘটাচ্ছে।
চলতি মাসের ৮ তারিখে মার্কিন সিনেটে পেশ করা ইউইসএএফ’এর লিখিত সাক্ষ্যে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, গত কয়েক দশকের মধ্যে এই প্রথম মার্কিন বিমান বাহিনীর সুবিধাগত সক্ষমতার খুব কাছাকাছি চলে এসেছে মার্কিন শত্রুরা।
এদিকে, সম্প্রতি ইউইসএএফ চিফ-অব-স্টাফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ২০৩০ সালের মধ্যে মার্কিন বিমান বাহিনীকে হয়ত ছাড়িয়ে যাবে চীনা গণমুক্তি ফৌজের বিমান বাহিনী।
এ ছাড়া, নিজ বিমান বাহিনীর উন্নয়ন ঘটাচ্ছে রাশিয়া। ষষ্ঠ এবং সপ্তম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে কাজ করছে রুশ বিমান বাহিনী। রুশ সামরিক বাহিনী দেশটির সংবাদ মাধ্যমকে বলেছে, নতুন প্রজন্মের এ বিমান চালক দিয়ে এবং চালক ছাড়া উভয় পদ্ধতিতেই পরিচালনা করা যাবে বলে।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ ২০১৬/শরীফ