পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে একটি কয়লা খনি ধসে অন্তত ৮ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন। দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এখবর জানিয়েছে এবিসি নিউজ।
খবরে বলা হয়, শনিবার বিকেলে দেশটির ওরাকজাই উপজাতীয় অঞ্চলে খনি ধসের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২৯ শ্রমিককে উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। তবে এখনো ৪ জন শ্রমিক নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে তারা আতঙ্কে মারা গেছেন।
ভারী বর্ষণের কারণে খনি ধসের এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এছাড়া ভারী বর্ষণের ফলে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে দু’দিনে ভবন ও দেয়াল ধসে আরো ৭ জন নিহত হয়েছেন বলে জানান স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রেহমান।
বিডি-প্রতিদিন/১৩ মার্চ, ২০১৬/মাহবুব