প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের এক আদিবাসী নারী। ম্যাগনোলিয়া মায়মুরু নামের ১৯ বছর বয়সী এই তরুণী নিজেকে ক্যাটওয়াকের জন্য নিজেকে তৈরি করছেন। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলকে উপস্থাপন করবেন তিনি।
৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার ম্যাগনোলিয়া মায়মুরুকে বলা হচ্ছে আধুনিক সময়ের বিউটি কুইন। তার জন্ম ইরকালাতে। শৈশব কেটেছে মাছ ধরে, শিকার করে।
ম্যাগনোলিয়া মায়মুরু বলেন যে, আমি আশা করি আমার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ অন্যদের প্রেরণা যোগাবে। আমি যখন বড় হচ্ছিলাম, তখন অনেকেই বলতেন, আমার মডেল অথবা রানার হওয়া উচিত।
২০১৪ সালে একটি শপিং মলের এটিএম বুথে নজরে আসেন ম্যাগনোলিয়া। প্রথমে মডেলিংয়ে আগ্রহ দেখাননি। কারণ মাছ ধরার ব্যাপারেই তার বেশি আগ্রহ ছিল। কিন্তু এক বছর পর স্থানীয় একটি ফ্যাশন ফেস্টিভেলে ফের নজরে আসেন।
ম্যাগনোলিয়ার ম্যানেজার মেহালি সাঙ্গারিস বলেন যে , ম্যাগনোলিয়ার যে উচ্চতা তা মডেলিংয়ে জরুরি। এরপর ওর মধ্যে ন্যাচারেল বিউটি আছে। ম্যাগনোলিয়া একজন আদিবাসী মেয়ে এটা একটা বিরাট ব্যাপার।
আগামী জুলাই মাসে একটি জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন ম্যাগনোলিয়া। তবে হার বা জিতকে একেবারেই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন না ম্যাগনোলিয়া।
বিডি-প্রতিদিন/ ২৩ মে, ২০১৬/ আফরোজ