যুক্তরাষ্ট্রে বসবাসকারী তুরস্কের ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ফেতুল্লা গুলেনকে তুরস্কে ফিরিয়ে দিতে আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। যুক্তরাষ্ট্র ও দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি এরদোগান এ আহ্বান জানান।
তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানে ফেতুল্লা গুলেনের ইন্ধন আছে এমন অভিযোগ এনে তাকে যুক্তরাষ্ট্র থেকে তুরস্কে ফেরত দেওয়ার দাবি জানান তিনি। এরদোগান বলেন, ফেতুল্লা গুলেনই তুরস্কের জনগণের বিরুদ্ধে অভ্যুত্থান সৃষ্টি করেছে। গুলেনকে তুরস্কে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এবং দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আমি পুনরায় আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/হিমেল-০৮