ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচলের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেমা খান্দু। আর উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চৌনা মেন। রাজ্যের গভর্নর তাথাগাতা রায় ইতানগরের রাজভবনে তাদের শপথ পড়ান।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত দর্জি খান্দুর ছেলে পেমা খান্দু। তার বয়স ৩৭। ফলে তিনি হলেন ভারতের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। রাজ্যের ৬০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টে এখন কেন্দ্রে বিরোধীদল কংগ্রেসের এমএলএ'র সংখ্যা ৪৭। এছাড়া ২ জন স্বতন্ত্র এমএলএ'র সমর্থনও তাদের রয়েছে। খবর দ্য হিন্দুর
বিডি-প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/শরীফ