ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে গত বৃহস্পতিবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় আজ রবিবার আরো ২ ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে একজন নারী। হামলাকারী তিউনিশিয়ান নাগরিক মোহাম্মদ লাহুয়েইজ বুহলেলের সঙ্গে যোগসূত্র সন্দেহে এদেরকে আটক করা হয়েছে বলে সন্ত্রাসবাদবিরোধী ফরাসি কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিএনএন ও বিবিসির
নিস শহরে গত ১৪ জুলাইয়ের সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৮৪ জন নিরীহ মানুষের প্রাণ গেছে। এছাড়া আহত হয়েছেন প্রায় ২ শতাধিক মানুষ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া পুলিশের গুলিতে সন্ত্রাসী ট্রাকচালকও প্রাণ হারান।
নিসে হামলার ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এর ফলে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৭ জনকে আটক করা হলো। এর মধ্যে হামলাকারীর সাবেক স্ত্রীও রয়েছেন। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই ২০১৬/শরীফ