অথ্যুত্থানে ব্যর্থ হয়ে একটি হেলিকপ্টার নিয়ে গ্রিসে পালিয়ে যাওয়া কর্নেলসহ ৮ সেনা সদস্যকে গ্রিসে বিচারের মুখোমুখি করা হয়েছে।
রবিবার সকালে ওই সেনাদের গ্রিসের আলেকজাদ্রোপলির আদালতে সিভিল পোশাকে হাতকড়া পরা অবস্থায় হাজির করা হয় বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগলু। খবর তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর ।
এদিকে, দেশটির আইনজীবীরা জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে অবৈধভাবে গ্রিসে প্রবেশ এবং তুরস্ক ও গ্রিসের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিন্নের অভিযোগ আনা হবে।
প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশের অভ্যুত্থানের চেষ্টায় দেশটির আঙ্কারা ও ইস্তাম্বুলে শুক্রবার রাতভর সংঘর্ষ হয়। এতে ২৬৫ জন নিহত হন, যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। পরে জনগণের কাছে আত্মসমপর্ণ করে অভ্যুত্থানকারীরা। এদের মধ্যে কর্নেলসহ ৮ সেনা একটি হেলিকপ্টার যোগে গ্রিসে পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৭ জুলাই, ২০১৬/মাহবুব