ফের যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চার পুলিশ সদস্য। রবিবার সকালে লুইজিয়ানা অঙ্গরাজ্যের ব্যাটন রগ এলাকায় এ ঘটনা ঘটে। মার্কিন টেলিভিশন সিএনএন-এর লাইভ খবরে এ তথ্য জানা গেছে।
নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ৭ পুলিশ গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে নিহত পুলিশের সংখ্যা কোনও কর্মকর্তা নির্দিষ্ট করে বলতে পারেননি।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এয়ালাইন হাইওয়ে অ্যাসল্ট রাইফেলসহ বন্দুকধারীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপরই ওই বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করে। আহত পুলিশ কর্মকর্তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ইস্ট ব্যাটন রগের মেয়র কিপ হলডেন জানান, কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা ডেপুটি শেরিফ থাকতে পারেন।
কিপ হলডেন বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করা হচ্ছে। এখন আমরা ঘটনাস্থলে ফোর্স জড়ো করছি। ধারণা করা হচ্ছে হামলাকারীও গুলিতে নিহত হয়েছে।
তিনি জানান, সবকিছু খুব দ্রুত ঘটছে। নিশ্চিত হওয়ার মতো সময় পাওয়া যাচ্ছে না।
এদিকে ব্যাটন রগ এলাকায় কিছুদিন আগে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি অ্যালটন স্টার্লিং নিহত হওয়ার পর থেকেই উত্তেজনা বিরাজ করছিল।
কিছুদিন আগেই ডালাসে এক প্রতিবাদ মিছিল প্রস্তুতির সময় বন্দুকধারীর গুলিতে ৫ পুলিশ সদস্য নিহত হন। পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে এ মিছিলটি আয়োজন করা হয়েছিল।
এদিকে, রবিবার ভোরেই ফ্লোরিডায় একটি হাসপাতালে এক বন্দুকধারী এলোপাতাড়ি ছোড়া গুলিতে একজন বয়স্ক নারী রোগী ও হাসপাতালের এক কর্মী নিহত হয়েছেন। রবিবার ভোরে টাইটাসভেল শহরের পেরিশ মেডিকেল সেন্টার নামের ওই হাসপাতালের চারতলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ওই বন্দুকধারীকে গ্রেফতার করেছে। সূত্র: সিএনএন, এনবিসি নিউজ, রয়টার্স।
বিডি-প্রতিদিন/এস আহমেদ