যুক্তরাষ্ট্র সরকার তুরস্কের সঙ্গে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত রবিবারের ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টাকে কেন্দ্র করে দেশটিতে সহিংসতা দেখা দেয়ার পর এ নির্দেশ দিল দেশটি।
যুক্তরাষ্ট্রের সব বাণিজ্যিক এবং বেসরকারি বিমানের প্রতি এ নির্দেশ দিয়েছে মার্কিন বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণকারী সংস্থা ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা এফএএ ।
এফএএ’র এক বিবৃতিতে বলা হয়, সংস্থাটি তুরস্কের পরিস্থিতির ওপর নজর রাখছে। এফএএ’কে এ কাজে সহায়তা করছে মার্কিন পররাষ্ট্র দফতর এবং হোমল্যান্ড সিকিউরিটি দফতর। পরিস্থিতি পরিবর্তিত হলে এ নিয়ে আপডেট দেয়া হবে বলেও জানান হয়েছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্র দফতর দেশটির নাগরিকদের তুরস্ক সফরের বিষয়ে সর্তকতা আরোপ করেছে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই ২০১৬/শরীফ