তুরস্কে অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হলেও এখনো শঙ্কা কাটেনি বলে মনে করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফিকরি ইশিক। সোমবার সকালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বাস ভবনের সামনে অভ্যুত্থানবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন। খবর তুর্কি সরকারি বার্তা সংস্থা আনাদোলুর।
জনতার উদ্দেশ্যে ফিকরি ইশিক বলেন, অভ্যুত্থান ঠেকানো গেলেও আমরা কিন্তু বলছি না শঙ্কা কেটে গেছে। তাই প্রিয় ইস্তানবুলবাসী, আমি আপনাদের প্রেসিডেন্টের বিবৃতি সম্পূর্ণ অনুসরণ করার অনুরোধ করছি। এবং আপনারা এই স্কয়ারে ততক্ষণ অবস্থান করবেন যতক্ষণ প্রেসিডেন্ট আপনাদের থাকতে বলেন। আর প্রেসিডেন্ট 'ওকে' বললে আপনারা বাসায় ফিরে যাবেন।
এর আগে, শুক্রবার সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান চেষ্টা চালালে বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্ট এরদোগানের আহ্বানের সাড়া দিয়ে রাজপথে নেমে তাদের চেষ্টা ব্যর্থ করে দেয়। তবে এতে প্রাণ দিতে হয়েছে পুলিশসহ ২৬৫ জনকে। আহত হয়েছেন আরও অনেকে।
বিডি-প্রতিদিন/১৮ জুলাই, ২০১৬/মাহবুব