মাথায় সাদা রুমাল বেঁধে স্বর্ণমন্দিরের লঙ্গরখানায় স্বেচ্ছাসেবকদের সাথে বসে ধুতে দেখা গেল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। স্বর্ণমন্দিরে আশীর্বাদ চাইতে অনেক নেতা-নেত্রীই উপস্থিত হন। কিন্তু মুখ্যমন্ত্রী হঠাৎ এমন কাজ করতে গেলেন কেন? আসলে একটা ভুলের প্রায়শ্চিত্ত করতেই তিনি এই কাজ করেছেন। খবর এনডিটিভি।
কিছুদিন আগে দলীয় ইশতেহার প্রকাশের সময় আপ মুখপাত্র সেটিকে শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থসাহেবের সঙ্গে তুলনা করেন। সেই মঞ্চে উপস্থিত ছিলেন কেজরিওয়ালও। এতে ক্ষুণ্ন হন বহু শিখ ধর্মাবলম্বী মানুষ। তাঁদের ধর্মীয় আবেগে আঘাত লেগেছে বলে খবর আসে আপ প্রধানের কাছে। আর এ ঘটনার প্রেক্ষিতেই দুঃখপ্রকাশ স্বরূপ স্বর্ণমন্দিরে প্রার্থনার পর স্বেচ্ছাসেবকদের সঙ্গে লঙ্গরখানায় নিজের হাতে প্লেট ধুয়ে দেন তিনি। প্রায় মিনিট ৪৫ মন্দিরে ছিলেন কেজরিওয়াল। নিজের দলের সদস্যের মন্তব্যের জন্য বারবার ক্ষমা চেয়ে তিনি জানান, আসলে ধর্মীয় আবেগে আঘাত করে তার দলের নেতা কিছু বলতে চাননি।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই, ২০১৬/ হিমেল/ আফরোজ