অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলি মাথা ভেদ করায় তুরস্কের ইস্তাম্বুলের ডেপুটি মেয়রের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় গণমাধ্যম এনটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার ইস্তাম্বুলের সিসলি জেলায় এক দুর্বৃত্ত তার মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে। শুক্রবারের ব্যর্থ সেনা অভ্যুত্থানে ৩ শতাধিক মানুষের প্রাণহানির সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দেশটির তিন লাখেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিলের ঘোষণা দেয়ার পর ইস্তাম্বুলের মেয়রকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটলো।
এর আগে যাদের কারণে অভ্যুত্থান হয়েছে তাদের ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করে রাষ্ট্র থেকে মুছে ফেলার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বিডি-প্রতিদিন/ ১৮ জুলাই ১৬/ সালাহ উদ্দীন