ভারতের বিহার রাজ্যের আওরঙ্গবাদ জেলায় মাওবাদী বিদ্রোহীদের হামলায় কমপক্ষে ১০ পুলিশ নিহত হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা ভারতের সেন্টওাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোবরা দলের সদস্য। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
খবরে বলা হয়, সোমবার বিকালে আওরঙ্গবাদ জেলার চাকারবান্দা-দুমারিনালা জঙ্গলে অভিযানে অংশ নেয় সিআরপিএফ দলের কমান্ডো পুলিশ। এ সময় মাওবাদী গেরিলাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় আট পুলিশ। ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার সময় মারা যায় ওই হামলায় আহত আরও দুই পুলিশ।
পরে এ ঘটনার জের ধরে নকশাল বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয় পুলিশ। ওই বন্দুকযুদ্ধে মারা যায় চার বিদ্রোহী। সারা রাত ধরে ওই জঙ্গলে অভিযান অব্যাহত থাকে। এদিকে মাও বিদ্রোহীদের বিরুদ্ধে চালান পুলিশি অভিযান মঙ্গলবার সকালে শেষ হয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-০৬