তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানচেষ্টার পর সন্দেহভাজনদের আটক করতে শুরু করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত সাড়ে সাত হাজারের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়া প্রায় নয় হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
অভ্যুত্থানচেষ্টায় জড়িত ব্যক্তিদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সমূলে উৎপাটন করতে অঙ্গীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অভ্যুত্থানচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রপ্রবাসী তুর্কি ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করছেন তিনি।
বিডি প্রতিদিন/১৯ জুলাই ২০১৬/হিমেল-১৪