দায়েস-বিরোধী অভিযান চালতে গিয়ে মার্কিন বিমান হামলায় সিরিয়ায় অন্তত ৫৬ জন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সিরিয়ার মানবাধিকার সংগঠন অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, দায়েসমুক্ত অভিযোগ চালাতে গিয়ে মার্কিন যুদ্ধ বিমান সিরিয়ার উত্তরে বসতি এলাকায় বোমা বর্ষণ করেছে। সিরিয়ার ওই সংস্থার দাবি, মঙ্গলবার মার্কিন জোটের বিমান হামলায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১১টি শিশু রয়েছে। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, দায়েসের দখলে থাকা মানবিজ শহরের কাছে আল-তুখার এলাকায় এদিন দফায় দফায় মার্কিন বোমারু বিমান হামলা চালায়।
সিরিয়ার ওই মানবাধিকার সংগঠনের পরিচালক রামি আবদেল রহমান জানিয়েছেন, বিমান হামলায় এখনও পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় শতাধিক। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, এর আগেও সোমবার মার্কিন বিমান হামলায় ২১ জনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/২০ জুলাই ২০১৬/হিমেল-০৭