রোহিত খান্ডেলওয়াল জিতে নিলেন মিস্টার ওয়ার্ল্ড ২০১৬ খেতাব। ভারতের ইতিহাসে তিনিই প্রথম মিস্টার ওয়ার্ল্ডের খেতাব জিতলেন। গতকাল সাউথপোর্ট থিয়েটারে অনুষ্ঠিত হয় মিস্টার ওয়ার্ল্ড চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় ফার্স্ট রানার আপ হয়েছেন মিস্টার পুয়েত্রো। সেকেন্ড রানার আপ মিস্টার মেক্সিকো। এক্সট্রিম চ্যালেঞ্জ বিভাগে সেরা হয়েছেন মিস্টার স্কটল্যান্ড। স্পোর্টস চ্যালেঞ্জ বিভাগে সেরা হয়েছেন মিস্টার ইংল্যান্ড। স্টাইল ও ফ্যাশন বিভাগে সেরার পুরস্কার গেছে মিস্টার চায়নার হাতে।
মিস্টার ওয়ার্ল্ড খেতাব জেতার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে রোহিত বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি মিস্টার ওয়ার্ল্ড হয়েছি। প্রথম ভারতীয় হিসেবে এই সম্মান পাওয়া খুব গর্বের”। আর এই কৃতিত্ব পুরোটাই তার মায়ের অবদান বলে জানান রোহিত। এর আগে ২০১৫ সালে ইন্ডিয়া ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেনন রোহিত খান্ডেলওয়াল।
বিডি-প্রতিদিন/ ২০ জুলাই, ২০১৬/ আফরোজ