এক দশক আগে আর্জেন্টিনার পাতাগোনিয়ায় পাওয়া ডায়নোসরের ফসিলটি আট কোটি বছর আগের বলে নিশ্চিত হয়েছেন দেশটির গবেষকরা। তারা এও নিশ্চিত যে, এটি একটি মাংসাশী প্রজাতির ডায়নোসর। আকারে ছোট হলেও এটি ছিল হিংস্র প্রজাতিগুলোর মধ্যে একটি।
ফসিলটি এক দশক আগে পাওয়া গেলেও, তখন এর ধরণ চিহ্নিত করা যায়নি।
গবেষকেরা জানিয়েছেন, মুরুসর্যাপটর ব্যারোসেনিস নামে প্রাণীটি আড়াই মিটার লম্বা, দু'পেয়ে এবং পায়ের থাবা কাস্তে-আকৃতির।
ফসিলটির ধরণ দেখে মনে হয় এটি খুবই অল্পবয়সী কোন ডাইনোসরের কঙ্কাল। সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ