সেনা অভ্যুত্থান চেষ্টায় জড়িত সন্দেহে তুরস্কের ফের কমপক্ষে এক হাজার ৪শ' সেনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে নির্বাসিত দেশটির ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে যোগসাজশ থাকার দায়ে এসব সেনাকে বরখাস্ত করা হয়েছে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য দেয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকার অভ্যুত্থানের পরে সর্বশেষ এ পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র বাহিনীকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এক প্রতিবেদনে বলছে, ফেতুল্লাহ গুলেনপন্থী দেশটির উচ্চপদস্থ কয়েকজন সেনা কর্মকর্তাসহ ১ হাজার ৩৮৯ সেনাকে বরখাস্ত করা হয়েছে। ফেতুল্লাহ গুলেনকে তুরস্কের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিকল্পনাকারী হিসেবে দাবি করে আসছেন এরদোয়ান। তবে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত গুলেন তার বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করে নিন্দা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-০২