নানা বিতর্কে স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাল্লা দিচ্ছেন স্ত্রী মেলানিয়া। সম্প্রতি ফ্রান্সের একটি পত্রিকায় তার কিছু পুরনো নগ্ন ছবি প্রকাশিত হয়েছে।
ছবিগুলি ১৯৯৫ সালে ম্যানহাটনে তোলা। তুলেছিলেন ফ্রান্সেরই এক চিত্রগ্রাহক। তখন অবশ্য ২৫ বছর বয়সী স্লোভানিয়ার বাসিন্দা মেলানিয়া পেশায় মডেল ছিলেন। ফ্যাশন দুনিয়ায় তার পরিচিতি ‘মেলানিয়া কে’ নামে। সেই ছবিগুলি নিউ ইয়র্ক পোস্ট পুনরায় প্রকাশ করেছে। ফলে আবার বিতর্কে জড়িয়েছেন আমেরিকার সম্ভাব্য ‘ফার্স্ট লেডি’ মেলানিয়া।
আমেরিকায় প্রেসিডেন্ট পদে নির্বাচনী প্রচারের শুরু থেকেই বিতর্ক রয়েছেন ট্রাম্প দম্পতি। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প কখনও শরণার্থী, কখনও মুসলিমদের নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। গত সপ্তাহে মেলানিয়ার বিরুদ্ধেও বক্তৃতা চুরির অভিযোগ উঠেছিল।
অভিযোগ ছিল, রিপাবলিকান পার্টির ‘ন্যাশনাল কনভেনশনে’ মেলানিয়ার বক্তৃতার কিছু অংশ ২০০৮ সালে মিশেল ওবামার বক্তৃতা থেকে নেয়া। বক্তৃতার কিছুটা পরিবর্তন করেছিলেন তিনি। সম্প্রতি মেলানিয়ার ডিগ্রি নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় উধাও হয়ে যায় তার ব্যক্তিগত ওয়েবসাইট। বিতর্ক নিয়ে অবশ্য চিন্তিত নন ট্রাম্প। বরং আত্মবিশ্বাসী ট্রাম্পের বিশ্বাস, মেলানিয়াই হবেন আমেরিকার ‘মডেল-ফার্স্ট লেডি’।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-০৪