ইরাকি সেনা ও মোবিলাইজেশন ফোর্সের জোড়া আক্রমণে ইরাকে ক্রমশ কোণঠাসা হচ্ছে আইএস। রবিবার পশ্চিম ইরাকি শহর আনবারের দখল নেয় সেনাবাহিনী। পরিসংখ্যান বলছে ২০১৪ সাল থেকে হাতে থাকা ঘাঁটির পঞ্চাশ শতাংশই হাতছাড়া হয়েছে আইএসের।
গত কয়েক মাসে আইএস জঙ্গিদের দখলে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি হাতছাড়া হয়েছে। গত সপ্তাহেই বাগদাদ থেকে পঞ্চাশ মাইল দূরে আল খলদিয়ায় আইএস ঘাঁটির দখল নেয় সেনাবাহিনী। তবে হাত গুটিয়ে বসে নেই আইএসও।
পাল্টা আঘাতও হানছে এই ইসলামিক জঙ্গি সংগঠন। উত্তর ইরাকে একাধিক তেল খনিকে নিশানা করছে তারা। রবিবার কিরকুকে থেকে ১৫ কিলোমিটার দূরে গ্যাস কম্প্রেসর স্টেশনে অস্ত্র নিয়ে ঢুকে পড়ে চার জঙ্গি। নিরাপত্তা রক্ষীদের মেরে স্টেশনের দখল নেয় তারা। ১৫ জন কর্মীকে পণবন্দি করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যে পাল্টা হামলা চালিয়ে তেলকূপের দখল নেয় ইরাকি সেনাবাহিনী। কিছুক্ষণের মধ্যে বাই হাসান তেল খনিতেও ঢুকে পড়ে চার আত্মঘাতী আইএস জঙ্গি। তেল খনির গুদামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা। আইএস সমর্থিত সংবাদসংস্থা আমাক বে হাসান এ হামলার দায় স্বীকার করলেও গ্যাস স্টেশনে হামাল নিয়ে কোন মন্তব্য করেনি।
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-০৭