প্রথমবারের মতো নারী গভর্নর পেলো জাপানের রাজধানী টোকিও। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ছত্রছায়ায় নির্বাচনে অংশ নিয়েছিলেন ইরিকো কোকে। তার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে টোকিও স্থানীয় প্রশাসনে নারী নেতৃত্বের সূচনা হলো।
গতকাল রবিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট দেন ১১ লাখ ভোটার। ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮ টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়) ফল ঘোষণা হয়েছে।
২০০৭ সালের সংসদের উচ্চ কক্ষের নির্বাচনে জয়ী হওয়ার পর শিনজো অ্যাবে সরকারের পরিবেশমন্ত্রী হিসেবে জাপানের সংসদে প্রথম নারী মন্ত্রী হন ইরিকো কোকে। কায়রো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ইরিকো কোকে জাপানের কোবে প্রদেশে ১৯৫২ সালে জন্মগ্রহণ করেন। তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন টেলিভিশনের একজন সংবাদ উপস্থাপক হিসেবে।
বিডি-প্রতিদিন/ ০১ আগস্ট, ২০১৬/ আফরোজ