আপাতত ঋণখেলাপি বিতর্কিত শিল্পপতি বিজয় মালিয়ার ভারতে ফেরার আশা ছেড়েই দিয়েছে সে দেশের বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ ও সরকারি অধিদফতরগুলি। তাই আগামী মাসে মালিয়ার অধুনা বিলুপ্ত কিং ফিশার এয়ারলাইন্সের সম্পত্তি নিলামে তুলে পাওনা টাকার কিছুটা আদায় করার চেষ্টা করছে তারা। আপাতত তাদের লক্ষ্য ৭০০ কোটি টাকা তোলা। যদিও বিভিন্ন ব্যাংক ও সরকারের কাছে মালিয়ার প্রায় ৯ হাজার কোটি টাকা বকেয়া।
ক্রেতার অপেক্ষায় যে সমস্ত জিনিস নিলামে তোলা হচ্ছে, তালিকাটা মোটেও ছোট নয়। মুম্বাই বিমানবন্দরের কাছে সংস্থার চোখ ধাঁধানো সদর দফতর কিং ফিশার হাউস, মালিয়ার ব্যক্তিগত বিলাসবহুল বিমান থেকে শুরু করে অফিসের সোফাসেট, এমনকি গোসল করার পোশাক পর্যন্ত নিলামে উঠবে।
গোয়ায় কিং ফিশার ভিলা নামের ফার্ম হাউসে পার্টি দিতেন মালিয়া। নিলামে উঠবে সেটিও। থাকছে ‘ফ্লাই উইথ গুড টাইমস’-এর বিখ্যাত ট্রেডমার্ক ও ব্র্যান্ডের নানা জিনিসপত্রও।
উল্লেখ্য, এর আগেও একবার এই সমস্ত জিনিস নিলামে উঠানো হয়েছিল। কিন্তু কোন ক্রেতা মেলেনি। এর মধ্যে মালিয়ার ব্যক্তিগত বিমানটি পরিষেবা কর অধিদফতর নিলাম করবে। বাকি জিনিসপত্র স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন একটি ব্যাংক গোষ্ঠীর দখলে রয়েছে। প্রথমবারের নিলামে ব্যর্থতার পর প্রতিটি সামগ্রীর ন্যূনতম দর কমানো হয়েছে।
আগামী ৪ আগস্ট ১৩৫ কোটি টাকা ন্যূনতম দামে কিং ফিশার হাউস নিলাম হবে। গত মার্চে অভিজাত ভিলে পার্লে এলাকায় অবস্থিত বাড়িটি ১৫০ কোটি টাকা দামে নিলাম করার চেষ্টা হয়েছিল। কিন্তু কোন ক্রেতা মেলেনি। তাছাড়া এসবিআই ক্যাপ ট্রাস্টি ২৫ আগস্ট আরও কয়েকটি সামগ্রী নিলাম করবে। তার মধ্যে রয়েছে টয়োটা ইনোভা, করোলা, হন্ডা সিটি, সিভিক-সহ আটটি গাড়ি।
কিং ফিশার লোগো-সহ অন্যান্য ট্রেডমার্কও নিলাম করা হবে। মালিয়ার সংস্থার সুখের দিনে শুধু কিং ফিশার ব্র্যান্ডেরই মূল্য ছিল ৪ হাজার কোটি টাকা। এমনকী স্কাই ট্র্যাক্সের পক্ষ থেকে তাদের পাঁচতারা রেটিং দেওয়া হয়েছিল। তবে গোয়ার কিং ফিশার ভিলার নিলামের দিন এখনও ঠিক হয়নি। ওই বাংলোটির ন্যূনতম দাম অন্তত ৯০ কোটি টাকা উঠতে পারে। মালিয়ার ব্যক্তিগত বিমানের নিলাম হবে ১৮ আগস্ট।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/০১ আগষ্ট ২০১৬/হিমেল-১৮