এক মাসে তৃতীয় দফায় পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত। গতকাল রবিবার মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
পরিবর্তিত মূল্য অনুযায়ী, পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি ১ রুপি ৪২ পয়সা। ডিজেলের দাম কমেছে লিটারে ২ রুপি। দেশটিতে এক লিটার পেট্রল বিক্রি হচ্ছিল ৬২দশমিক ৫১ রুপিতে। দাম কমানোর পর বিক্রি হচ্ছে ৬১দশমিক ০৯ রুপিতে। প্রতি লিটার ডিজেল ৫৪দশমিক ২৮ রুপি থেকে কমিয়ে ৫২ দশমিক ২৭ রুপি করা হয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নিয়ে গত জুলাইতে তিনবার পেট্রল ও ডিজেলের দাম কমাল ভারত। ১৬ জুলাই প্রতি লিটার পেট্রলের দাম সোয়া দুই রুপি এবং ডিজেলের দাম লিটারপ্রতি ৪২ পয়সা কমায় ইন্ডিয়ান ওয়েল করপোরেশন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি-প্রতিদিন/এস আহমেদ