রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী ডোলাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে কেন তার পার্টি তাকে সমর্থন দিলে সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।
এক প্রেস কনফারেন্সে ওবামা ইরাক যুদ্ধে মুসলিম ক্যাপ্টেন নিহত হওয়া নিয়ে ট্রাম্প জাতিবিদ্বেষ ছড়াচ্ছেন বলেও অভিযোগ করেন।
কনফারেন্সে ওবামা বলেন, “হ্যাঁ, আমি মনে করি সে (ট্রাম্প) প্রেসিডেন্ট হবার অযোগ্য। গত সপ্তাহেও আমি এটা বলেছিলাম। আর সে তার অযোগ্যতা প্রমাণ করে চলেছে। এটা শুধুমাত্র আমার মতামত না।”
ওবামা বলেন, “জনগণকে নিজেদের প্রশ্ন করতে হবে। তাদের বুঝতে হবে যে, ট্রাম্প যা বলছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিভাবে আপনারা তাকে সহ্য করবেন?”
সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট, ২০১৬/মাহবুব