ইসরাইলি সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হার্জজি হ্যালেভি একটি সম্মেলনে সিরিয়ান সরকার বিষয়ক ইসরাইলের দীর্ঘ অবস্থানের কথা প্রকাশ করে বলেছেন, ইসরাইল ‘আইএসকে পছন্দ করে’। তিনি সম্মেলনে প্রকাশ্যে ঘোষণা করেন, ইসরাইল চায় না যে আইএস সিরিয়ায় পরাজিত হোক।’
সম্প্রতি রনপল ইনস্টিটিউটের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত নিউজে হিব্রু ভাষার সাইট এনআরজিতে মেজর জেনারেল হেলেভিকে উদ্ধৃত করে বলা হয়, আইএসের দখলীকৃত এলাকায় আইএসের বিরুদ্ধে আক্রমণে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ইসলামিস্ট গ্রুপটির শুরু এবং খিলাফত ঘোষণার পর থেকে যে গত তিন মাসে ‘সবচেয়ে কঠিন’ পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
মেজর জেনারেল হ্যালেভি এই বলে উদ্বেগ প্রকাশ করেন, আইসিসের পরাজয় মানে হলো সিরিয়া থেকে 'সুপার পাওয়ারের’ বিদায় নেয়া। আর এটা ইসরাইলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে।'
বিডি প্রতিদিন/৩ আগষ্ট ২০১৬/হিমেল-১৯