প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের কল্যাণের লক্ষ্যে গঠিত নিউ ইয়র্কের একটি অলাভজনক সংস্থার তহবিল ব্যক্তিগত ভোগ-বিলাসে ব্যবহারের অভিযোগে সংস্থাটির নির্বাহী পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
এরা হলেন- নিউ ইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের লিংব্রুকে অবস্থিত ‘হিউম্যান ফার্স্ট ইনক’র নির্বাহী কর্মকর্তা ওয়াফা আবুদ (৪৮) এবং তার বান্ধবী মারশেলি বেইলি (৪৯) ও মিসবাহ তাহা (৩৯)। তাদের বিরুদ্ধে পারস্পারিক যোগসাজশের মাধ্যমে ওই সংস্থা থেকে প্রায় ২০ লাখ ডলার ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
নিউ ইয়র্কের ফেডারেল কোর্টে এ নিয়ে দায়ের করা মামলায় ওয়াফার বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণারও অভিযোগ আনা হয়েছে।
ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টের ইউএস অ্যাটর্নি রোবার্ট এল ক্যাপার্স মামলার বরাত দিয়ে বলেন, নিউ ইয়র্ক সিটি এবং এর আশপাশের মানসিক ও শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণের অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘হিউম্যান ফার্স্ট ইনক’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পালনকালে ওয়াফা আবুদ নিজের সাজ-সজ্জা, স্বর্ণালঙ্কার, সপরিবারে অবকাশ যাপন, বিদেশ ভ্রমণ, এমনকি ‘রূপ-লাবণ্য’ অটুট রাখতে প্লাস্টিক সার্জারির বিলও দিয়েছেন এই সংস্থার তহবিল থেকে।
তিনি ক্রেডিট কার্ডের বিপুল পরিমাণ বকেয়া বিলও এই সংস্থার ব্যাংক একাউন্ট থেকে পরিশোধ করেন। এছাড়া লং আইল্যান্ডের মেরিক সিটিতে একটি বাড়ি কেনার ডাউন পেমেন্ট বাবদ ৩ লাখ ৪০ হাজার ডলার দেন সেবামূলক এই সংস্থা থেকে।
২০১১ সালের জানুয়ারি থেকে গত মে মাস পর্যন্ত এসব অনিয়ম হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে আসামিদের প্রত্যেকের সর্বোচ্চ ১০ বছর করে কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ওয়াফার বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আরও ৩০ বছর দণ্ড হতে পারে।
বিডি প্রতিদিন/ ০৩ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন