ইংল্যান্ডের রাজধানী লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত রাসেল স্কয়ারে এক ছুরি হামলায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
পুলিশ জানিয়েছে, বুধবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে ব্রিটিশ মিউজিয়ামের কাছাকাছি রাসেল স্কয়ারে এই হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ এসে হামলায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে।
পুলিশের ধারণা, মানসিক সমস্যার কারণে এই হামলা হয়ে থাকতে পারে। তবে সন্ত্রাসের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত করা হচ্ছে।
স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, এটি সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে তারা।
হামলার পর পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে, যেখানের বহু ট্যুরিস্ট হোটেল রয়েছে। পুলিশের ধারণা, গ্রেফতারকৃত যুবকই হামলাকারী।
প্রতিরক্ষামূলক পোশাকে দু'টি ফরেনসিক টিম ঘটনাস্থলে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব