মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ ৩ আগস্ট বুধবার ফক্স নিউজ পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।
জরিপে দেখা যায়, ইরাক যুদ্ধে মার্কিন নাগরিক মুসলিম সৈনিকের আত্মত্যাগকে নিয়ে বিতর্ক তোলা, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে বিতর্কিত অবস্থান প্রভৃতি নিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের উপর বিরক্ত। অন্যদিকে হিলারি ক্রমেই ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ