আমেরিকার প্রেসিডেন্ট দৌঁড়ে প্রার্থীতা ঘোষণার পর যখন বিভিন্ন সমাবেশে বক্তব্য দিয়ে বিতর্কিত হয়ে পড়েন ৮ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তখনই আমেরিকান ফ্র্রিল্যান্স কপি ও কনটেন্ট রাইটার সামান্থা গ্রিটস তার ব্লগে নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পকে এড়িয়ে চলার পাঁচটি উপায়ের কথা বলেন।
প্রথমটা হলো আহারের জন্য মেক্সিকান রেস্টুরেন্টে যেতে হবে। কারণ ট্রাম্প মেক্সিকানদের খুব গালমন্দ করেছেন। সুতরাং তিনি কখনই কোনো মেক্সিকান রেস্টুরেন্টে খেতে যাবেন না।
দ্বিতীয়ত, নিউইয়র্কের ব্রায়ান্ট পার্কে অবস্থিত নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরি থাকে নীরব। কিন্তু ট্রাম্প কথা বলতে বেশি ভালোবাসেন। এক মুহূর্ত তিনি নিরব থাকতে চাননা। এজন্য তিনি কখনো এখানে যাবেন না।
তৃতীয়ত, এই ব্রায়ান্ট পার্কেই শীতকালে যে আইস রিংক হয়। কেউ যদি ট্রাম্পকে এড়িয়ে চলতে চান তাহলে সেখানে আইস স্কোটিং করতে যাবেন। সেখানে ট্রাম্প কখনোই যাবেন না। কারণ, আইস স্কেটিং করতে গেলে প্রায়ই অনেকে পড়ে যান। ট্রাম্প পতন পছন্দ করেন না। সুতরাং তিনি আইস স্কোটিং করবেন না।
চতুর্থত, কেনাকাটা করার জন্য নিউইয়র্কের সব সস্তা দোকানে যাবেন যেমন, বাফেলো এক্সচেঞ্জ, যেখানে প্রায়ই ডিসকাউন্টে জিনিসপত্র বিক্রি হয়। ট্রাম্প মার্কিন ধনকুবেরদের একজন। তিনি সব সময় তার ধন-দৌলতের বড়াই করতে ভালোবাসেন। সুতরাং এসব দোকানের ধারে কাছে ঘেঁষবেন না।
পঞ্চমত, নিউইয়র্ক সিটিতে জাহাজ ঢোকার মুখে লির্বাটি দ্বীপে অবস্থিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টিতে যাবেন।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৬/মাহবুব