বিশ্ববাজারে পাম তেলের জোগান দিতে ইন্দোনেশিয়ায় বনজঙ্গল কেটে সাফ করে ফেলা হচ্ছে। সেখানে চাষ হচ্ছে পামগাছের। বড় গাছ নিশ্চিহ্ন হওয়ার সঙ্গেই অস্তিত্বের সংকটে পড়েছে বনের প্রাণীরা। তবে সবচেয়ে বিপন্ন ওরাং ওটাং। এভাবে পামতেলের ব্যবহার বাড়তে থাকলে আগামী ১০ বছর পর ওরাং ওটাং আর খুঁজে পাওয়া যাবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
বড় গাছ না থাকায় ওরাং ওটাংরা যে শুধু আশ্রয়ই হারাচ্ছে, তা নয়। বনের ফলমূল না পেয়ে, দিনের পর দিন না খেয়ে কাটছে তাদের। খাবার না পেয়ে দুর্বল, অসুস্থ হয়ে মারা যাচ্ছে। দ্রুত জঙ্গল সাফ করতে আগুন লাগানো হচ্ছে ইন্দোনেশিয়ার জঙ্গলে। দাবানলের মতো সেই আগুন ছড়িয়ে পড়ছে।
দিন কয়েক পর সেই পোড়া জঙ্গল সাফ করে, সেই জমিতে শুরু হচ্ছে পামের চাষ। দ্রুত পালাতে না-পেরে, পুড়েও মরছে ওরাং ওটাং। ওরাং ওটাংয়ের বাস এমন জঙ্গলের ৮০ শতাংশই ধ্বংস হয়ে গিয়েছে।
বিডি প্রতিদিন/২২ নভেম্বর, ২০১৬/ফারজানা