সিরিয়ায় গত ছয় মাসে অবরুদ্ধ মানুষের সংখ্যা দ্বিগুণ বেড়ে প্রায় ১০ লাখে পৌঁছেছে। দেশটির সরকারি বাহিনীর দ্বারা অবরুদ্ধ হওয়া এই মানুষদের একটি বিশাল অংশই খাদ্য পাচ্ছে না। তাছাড়া তাদের উপর বোমা হামলা চলছে এবং তারা চিকিৎসার কোনো সুযোগও পাচ্ছে না বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের ত্রাণ বিভাগের প্রধান স্টিফেন ও ব্রায়ান বলছেন, গত কয়েক দিনের আলেপ্পোর পূর্বাঞ্চলে বোমা হামলায় কয়েক'শ বেসামরিক নাগরিক মারা গেছে এবং অনেকে আহত হয়েছে। বেসামরিক মানুষের উপর হামলা বন্ধে এবং মানবিক সাহায্য পৌঁছ দেয়ার জন্য নিরাপত্তা পরিষদের কঠোর ব্যবস্থা নেয়া উচিত। এর আগে নেয়া বিভিন্ন প্রস্তাব আটকে দিয়েছিল সিরিয়ার মিত্র, রাশিয়া। নতুন করে অবরুদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে বিদ্রোহী নিয়ন্ত্রিত দামেস্কের উপকণ্ঠে জোবার, হাজার, আল আসওয়াদ এবং খান আল শিহ এলাকা।
তিনি আরো জানিয়েছেন, বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় এখন আর চিকিৎসার কোন সুবিধা নেই বললেই চলে। এই মাসেই রবিবার পর্যন্ত পশ্চিম আলেপ্পোতে অন্তত ৩৫০ টি মর্টার এবং রকেট হামলা চালানো হয়েছে, যাতে ৬০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত রবিবারেই সরকার নিয়ন্ত্রিত একটি এলাকার স্কুলে বোমা হামলায় ৮ টি শিশু নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার