ডোনাল্ড ট্রাম্পের শপথকে কেন্দ্র করে আবারও আমেরিকানরা যে ফুঁসে ওঠবে তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল। হলোও তাই। শপথ উপলক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনের জড়ো হয় হাজার হাজার ট্রাম্প বিরোধী। তাদের নিয়ন্ত্রণে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। কিন্তু বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।
আমেরিকার সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত ২১৭ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষে এ ছয় জন পুলিশ গুরুতর আহত হয়েছে। বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে জানালা ভেঙেছে, গাড়ি ভেঙেছে। পাথর ছুঁড়ে ট্রাম্পের শপথে যোগ দেয়া পুলিশদের আহত করেছে তারা।
বিডি প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৭/ফারজানা