পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এই বয়সেও বেশ রসে আছেন। মাঝেমধ্যে নাইটক্লাবেও ঢুঁ মারছেন। টুইটারে একটি ভিডিও পোস্ট করে সে কথা ফলাও করে জানালেন দেশটির জনপ্রিয় সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক হামিদ মির। তাতে ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত বলিউড ছবি ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র জনপ্রিয় গান ‘দিল্লিওয়ালি গার্লফ্লেন্ড’–এর তালে পা মেলাতে দেখা গিয়েছে তাকে। হামিদ মিরের টুইটটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।
এর আগে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে টুইটারে আর একটি ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। তাতে একটি পার্টিতে স্ত্রী সেহবা মোশাররফের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল প্রাক্তন পাক প্রেসিডেন্টকে। দুর্নীতি এবং ২০০৭ সালে অসংবিধানিকভাবে জরুরি অবস্থা জারির দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এতদিন তার বিদেশ যাত্রার ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছিল ইসলামাবাদ সরকার। চিকিৎসার অজুহাতে গত বছর মার্চ মাসে দুবাই রওনা হয়েছিলেন। তারপর আর দেশে ফেরেননি। তবে গত ১৩ জানুয়ারি ইসলামাবাদের সন্ত্রাস দমন আদালতে নতুন করে আবেদন করেছেন তিনি। যথোপযুক্ত নিরাপত্তা পেলে তিনি দেশে ফিরতে রাজি বলে জানিয়েছেন। সূত্র: আজকাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার