চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ইউরোপের জন সংখ্যার সমান। গত বছর চীনে ইন্টারনেট ব্যবহার ৬.২ শতাংশ বেড়েছে। ‘চীনা ইন্টারনেট নেটওয়ার্ক’ জানাচ্ছে সে দেশে এখন ৭৩ কোটি ১০ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। ২০১৬ সালে ইন্টারনেট ব্যবহার করতেন ৪২ কোটি ৯৯ লক্ষ মানুষ। যার অর্থ চীনের মোট জন সংখ্যার ৫৩.২ শতাংশ ইন্টারনেটের ব্যবহার জানেন।
‘গ্লোবাল টাইমস’–এ সাংহাইয়ের আইটি বিশেষজ্ঞ লি ই জানিয়েছেন, স্মার্ট ফোনের কারণেই এই ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। তবে ভারতের পক্ষে আশার খবর হলো, মোবাইল ভিত্তিক লেনদেন বাড়াতে সক্রিয় হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনের ক্ষেত্রে দেখা গেছে সেখানে গান, ভিডিও–র মতোই অনলাইন পেমেন্ট অ্যাপ সমান জনপ্রিয়। ২০১৬ সালে অনলাইনে খাবর সরবরাহকারী অ্যাপের ব্যবহার বেড়েছে ৮৩.৭ শতাংশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার