চীনে চলতি বছর বার্ড ফ্লু’তে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। মানব দেহে এই রোগের সংক্রমণের খবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) যত দ্রুত সম্ভব তাদেরকে জানানোর জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পর চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে খবরটি প্রকাশিত হল।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, হেনানের উত্তরাঞ্চল, হুনানের মধ্যাঞ্চল ও গুয়ানডংয়ের দক্ষিণাঞ্চলসহ তিনটি প্রদেশের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে এই ভাইরাসে আক্রান্ত হয়ে নয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
হেনান প্রদেশে এই রোগে আক্রান্ত হয়ে সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটে। এখানকার স্থানীয় কর্তৃপক্ষ মঙ্গলবার দুইজন রেস্তোরাঁ কর্মীর মৃত্যুর খবর জানায়।
বার্ড ফ্লু’তে আক্রান্ত ব্যক্তির মারাত্মক শ্বাসকষ্ট দেখা দিতে পারে। সাধারণত শীত ও বসন্তকালেই এই রোগের প্রকোপ বেশি দেখা দেয়।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম