ভারতের জনতা দল ইউনাইটেড (জেডিইউ) নেতা শারদ যাদব বলেছেন, 'মেয়ের সম্মানের চেয়ে ভোটের সম্মান অনেক বড়' (বেটি কা ইজ্জত সে ভোট কি ইজ্জত বড়ি হ্যায়)।
মঙ্গলবার বিকালে বিহারের সাবেক মুখ্যমন্ত্রী সি.এম.করপুরীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে পাটনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই রাজনীতিবিদ। সেখানেই নারীদের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেন তিনি।
জেডিইউ সভাপতি বলেন, ব্যালট পেপারের ব্যবহার সম্পর্কে সাধারণ মানুষকে শিক্ষিত করা ও তাদেরকে বোঝানোটা খুবই গুরুত্বপূর্ণ। ভোট দিতে পারার সম্মানটা আপনার মেয়ের সম্মান রক্ষার চেয়েও বড়। মেয়ের সম্মান চলে গেলে তার প্রতিবেশি ও তার গ্রামের সম্মান নষ্ট হবে। কিন্তু ভোট যদি একবার বিক্রি বা ভুল হয় তবে পুরো দেশের সম্মান নষ্ট হয়। ভবিষ্যত নিয়ে আমাদের যে স্বপ্ন থাকে তা চিরদিনই অধরা থেকে যায়।
তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৫ সালে দক্ষিণ ভারতের নারীদের গায়ের রঙ নিয়ে বিতর্কিত মন্তব্য করে গোটা দেশে শোরগোল ফেলে দেন শারদ যাদব।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা