আবারও জঙ্গি হামলার শিকার হল কাশ্মীরের শ্রীনগর। মঙ্গলবার রাতের দিকে জঙ্গিদের হামলায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর কলকাতা ২৪x৭ নিউজের।
খবরে বলা হয়, মঙ্গলবার রাতে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার রাজপুরা এলাকায় পুলিশ এবং সিআরপিএফ সদস্যদের উপরে হামলা চালায় জঙ্গিরা। আহত পুলিশকর্মীর নাম ফিরদৌস আহমেদ। জঙ্গিদের খোঁজে সমগ্র এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/হিমেল