দক্ষিণ ভারতের নারীদের গায়ের রঙ নিয়ে ২০১৫ সালে বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দেন জনতা দলের নেতা শারদ যাদব। এবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা সম্পর্কে বর্ণবাদী মন্তব্য করেছেন বিজেপি নেতা বিনয় কাটিয়ার। খবর ইন্ডিয়া টুডের।
ভারতীয় রাজনীতিবিদ ও বিখ্যাত নেহেরু-গান্ধী পরিবারের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কে বুধবার বিনয় কাটিয়ার বলেন, তার চেয়ে সুন্দরী নারী আছেন... বিজেপিতেই তার চেয়ে সুন্দরী নারী আছে। প্রিয়াঙ্কা গান্ধীকে যতটা সুন্দরী বলা হয় তিনি আসলে ততটা নন। আমাদের স্মৃতি ইরানি আছেন। যেখানেই যান ভিড় লেগে যায়। প্রিয়াঙ্কার চেয়ে তিনি অনেক ভালো ভাষণ দিতে পারেন।
মঙ্গলবার বিকেলে শারদ যাদব নামের ভারতীয় এক রাজনীতিবিদ বলেন, ব্যালট পেপারের গুরুত্ব সম্পর্কে মানুষকে বোঝানো খুবই জরুরি। মেয়ের ইজ্জতের চেয়ে ভোটের ইজ্জত বড়। মেয়ের ইজ্জত গেলে গ্রাম-মহল্লার বদনাম হয়। কিন্তু ভোট একবার বিক্রি হয়ে গেলে দেশের ইজ্জত চলে যায়।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা