কালো রুপি রুখতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নোট বাতিলের যে ব্যবস্থা নেওয়া হয়েছে এর ফলে দেশের অর্থনীতিতে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
তিনি বলেন নোট বাতিলের ফলে অর্থনীতির গতি সাময়িক কমলেও নগদহীন (ক্যাশলেস) লেনদেনের দিকে দেশ এগোবে। আর অর্থনীতি যত ক্যশলেস হবে ততই দেশে আরও বেশি করে স্বচ্ছতাও আসবে।
ভারতের ৬৮ তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন ভারতের রাষ্ট্রপতি।
দেশের জন্য প্রাণ দেওয়া সাহসী সেনা ও নিরাপত্তা বাহিনীকে সম্মান জানিয়ে এদিন রাষ্ট্রপতি তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, দারিদ্রের বিরুদ্ধে আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি। দেশে বসবাসকারী প্রতি পাঁচ জনের মধ্যে একজন এখনও দারিদ্র সীমার নিচে বাস করেন। এখনও ১০ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি হলে তবেই দেশ থেকে দারিদ্র মুক্ত হবে। গান্ধীজির লক্ষ্যই ছিল প্রতিটি ভারতবাসীর চোখ থেকেই পানি মুছে দেওয়া, কিন্তু এখনও সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারিনি।