ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার ছায়াসঙ্গী শশীকলা বুধবার আদালতের কাছে আত্মসমর্পণ করেন। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর পারাপ্পানা আগ্রাহারা কারাগারে গতকাল তিনি প্রথম রাত কাটিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শশীকলাকে কারাগারের একটি ছোট কক্ষে রাখা হয়েছে। সেখানে একটি ফ্যান আছে। তাকে একটি বালিশ, একটি কম্বল ও একটি চাদর দেয়া হয়েছে। হিসাববহির্ভূত সম্পত্তি রাখার মামলায় সাজা পাওয়া শশীকলাকে আগামী চার বছর এই কারাগারেই কাটাতে হবে।
শশীকলাকে অপর দুই নারী বন্দীর সঙ্গে নির্ধারিত কক্ষটি ভাগাভাগি করতে হবে। তাকে মেঝেতে ঘুমাতে হবে। তিনি প্রতিদিন দুটি করে সংবাদপত্র পাবেন।
কারা কর্মকর্তারা জানিয়েছেন, সাজা ভোগকালে কারাগারে বসে মোমবাতি বা আগরবাতি বানাবেন শশীকলা। মজুরি হিসেবে দৈনিক ৫০ রুপি পাবেন তিনি। কারাগারে কোনো 'ডে অফ' নেই।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে শশীকলাকে অবিলম্বে বেঙ্গালুরু পুলিশে আত্মসমর্পণ করতে বলা হয়। গতকাল শশীকলার পক্ষে সুপ্রিম কোর্টের কাছে কিছুটা সময় ভিক্ষার আবেদন জানান তার আইনজীবী। কিন্তু আদালত আবেদনটি মঞ্জুর করেনি।
বিডি প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা