ইসরোর সাফল্যে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রশংসায় ভাসছে ভারত। এবার সেই প্রশংসায় সুর মেলাল চীনও। চীনের গণমাধ্যমে ইসরোর সাফল্য নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা জানাল ভারতকে। চীনা সরকার নিয়ন্ত্রিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, ‘মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত সম্ভবত এই প্রথম বড়মাপের বিশ্বরেকর্ড করল। ভারতীয়দের গর্ব করার যথেষ্ট সঙ্গত কারণ আছে।’ খবর ভারতীয় সংবাদ মাধ্যম আজকালের।
গ্লোবাল টাইমসের ব্যাখ্যা অনুযায়ী, ‘সংখ্যায় কতগুলি স্যাটেলাইট পাঠানো হল, সেটা বড় কথা নয়। আসল কৃতিত্ব হল ভারত অনেক কম খরচ করেই এই সাফল্য অর্জন করল। অন্যান্য দেশের কাছে এটা একটা দৃষ্টান্ত হতে পারে।’
গ্লোবাল টাইমসের সে প্রতিবেদনে কোন দেশ মহাকাশ প্রযুক্তির পেছনে কত অর্থ খরচ করে, তার একটি তালিকাও তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ২০১৩ সালে আমেরিকা যেখানে ৩৯২০ কোটি মার্কিন ডলার খরচ করেছে, চীন যেখানে ৬১০, সেখানে ভারতের খরচ ১২০ কোটি মার্কিন ডলার। আর মহাকাশ প্রযুক্তিতে এত কম বাজেটে এই সাফল্যকেই বড় করে তুলে ধরা হয়েছে চীনের গণমাধ্যমে।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১