উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়ক কিম জং উনের সৎভাই কিম জং নাম-এর হত্যাকাণ্ড এবার নয়া এক মোড় নিল। খুনের সঙ্গে জড়িত সন্দেহে আরও এক যুবতীকে আটক করা হয়েছে। আটক ওই যুবতী ইন্দোনেশিয়ার নাগরিক বলে জানা গেছে। খবর আজকালের।
মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরের সিসি টিভি ফুটেজ দেখে তাকে আটক করা হয়েছে। এদিকে মালয়েশিয়ার পুলিস জানিয়েছে, কিম জং নাম-এর দেহের ময়নাতদন্ত হয়ে গেছে। তবে ময়নাতদন্তের পরে চিকিৎসকেরা কী সিদ্ধান্তে এসেছেন, সেটা এখনও জানায়নি পুলিশ। এর আগে বুধবার এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ভিয়েতনামের এক যুবতীকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে হাজির করা হবে।
মালয়েশিয়া পুলিসের উচ্চপদস্থ কর্মকর্তা খালিদ বিন আবু বকর জানান, "সন্দেহভাজন আরও কয়েকজনকে পুলিশ খুঁজছে। এদিকে জটিলতা সৃষ্টি হয়েছে কিম জং নামের পাসপোর্টের নাম নিয়ে। মালয়েশিয়ার দাবি, কিম জং নাম ভ্রমণ করছিলেন কিম চল নামে। তবে দক্ষিণ কোরিয়া তার পরিচয় নিশ্চিত করেছে।"
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫