সীমান্তে কর বসানোর সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তে উদ্বিগ্ন প্রতিবেশী দেশ কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেছেন, এ সিদ্ধান্তে শুধু কানাডাই নয়, ক্ষতিগ্রস্থ হবে আমেরিকাও।
শুক্রবার আমেরিকার টেক্সাসের হাউস্টনে বিশ্ব নেতা ও জ্বালানি খাতের সঙ্গে জড়িত নির্বাহীদের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ট্রুডো বলেন, অতিরিক্ত শুল্ক, নতুন করসহ সীমান্তে বাধা তৈরি করার ক্ষেত্রে যে কোনো পদক্ষেপেই আমরা উদ্বিগ্ন। আপনি (ট্রাম্প) এর মাধ্যমে শুধু কানাডার অর্থনীতিকেই যে ক্ষতিগ্রস্থ করবেন তা নয়। এতে আমেরিকার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে।
সম্প্রতি আমেরিকার রিপাবলিকান দলের রাজনীতিবিদরা সীমান্তে কর বসানোর প্রস্তাব দেন। যাতে আমদানির চেয়ে রফতানিতে বেশি সুবিধা পাওয়া যায়। আমেরিকার প্রধান সারির আমদানিকারকরা এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আসছেন। তবে রফতানিকারকরা এ প্রস্তাবে সাধুবাদ জানিয়েছে।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৭/ফারজানা