ফিলিস্তিনের নেতা মাহমুদ আব্বাসকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের আমন্ত্রণের জবাবে মাহমুদ আব্বাস খুব শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবেন বলে জানিয়েছেন। খবর রয়টার্স, বিবিসির।
শুক্রবার আব্বাসের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্পের। চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রথমবারের মতো ফিলিস্তিনের কোনো নেতার সঙ্গে আলাপ করলেন। ফোনালাপের সময় ট্রাম্প আব্বাসকে আমন্ত্রণ জানান।
মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রাদাইনা বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে মাহমুদ আব্বাসের সঙ্গে ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার শান্তি প্রক্রিয়া ছাড়াও রাজনৈতিক অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি মাহমুদ আব্বাসকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে বেড়ানোর আমন্ত্রণ জানান।'
ওয়াশিংটনে হোয়াইট হাউসের মুখপাত্র সেয়ান স্পাইসারও মাহমুদ আব্বাসকে ট্রাম্পের আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ