ভোট না পেয়ে আর কখনই নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন মনিপুরের অধিকারকর্মী ইরম চানু শর্মিলা। জনগণের স্বার্থের জন্য গত ১৬ বছর অনশন করলেও নির্বাচনে ১৬ ভোট পেতেও কষ্ট হয়েছে তার। লজ্জায় ও ক্ষোভে আর কখনই নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি।
ভারতের বিধানসভা ভোটে মনিপুরের থউবাল আসনে ইরম শর্মিলার দল পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স পার্টি (প্রজা) প্রতিদ্বন্দ্বিতা করে। ওই আসনে ১৫ হাজারেরও বেশি ভোট পেয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের তিনবারের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি। সর্বসাকুল্যে ৯০ ভোট পেয়েছেন ইরম শর্মিলা।
২০০০ সালে আসাম রাইফেলসের সদস্যদের গুলিতে মনিপুরে শিশুসহ ১০জন নিহত হয়। মনিপুর থেকে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন আফম্পা প্রত্যাহারের দাবিতে ওই বছরের ১ নভেম্বর অনশন শুরু করেন ইরম শর্মিলা। গত বছরের অাগস্টে অনশন ভেঙে রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরে প্রজা পার্টি গঠন করে থউবাল এবং খুরাইয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। খুরাই আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।
বিডি প্রতিদিন/১১ মার্চ, ২০১৭/ফারজানা