বিচার চলাকালীন ভিকটিম নারীকে অযাচিত প্রশ্ন করায় ওই বিচারককে তার পদ থেকে সরিয়ে দেয়ার সুপারিশ করেন একটি বিচারিক প্যানেল। এরপরই নিজ পদ থেকে পদত্যাগ করেছেন কানাডার ফেডারেল কোর্টের ওই বিচারক।
ঘটনাটি ২০১৪ সালের। আলবের্তা ফেডারেল কোর্টের বিচারক রবিন ক্যাম্পের আদালতে একটি ধর্ষণ মামলার বিচার চলছিল। এ সময় ধর্ষণের শিকার মামলার বাদী নারীকে বিচারক প্রশ্ন করেন- ''আপনি কি দুই হাটু একসঙ্গে রাখতে পারেননি? তাহলে তো আপনি ধর্ষণ থেকে বাঁচতে পারতেন।''
এ ঘটনার পর কানাডার জুডিশিয়াল কাউন্সিল তার ব্যাপারে ১৫ মাস পর্যালোচনা চালাতে গেলে বিভিন্ন মানুষের কাছ থেকে অভিযোগ পায়। রিভিউ শেষে গত বৃহস্পতিবার তারা প্রতিবেদন দাখিল করে। এতে তারা ওই বিচারক রবিন ক্যাম্পকে অপসারনের সুপারিশ করেন।
প্রতিবেদন জমা দেওয়ার পরই ওই বিচারক পদত্যাগ করে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ