সিরিয়ার রাজধানী দামেস্কে আত্মঘাতী জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এই বোমা হামলায় ৪৪ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। শনিবার এ আত্মঘাতী জোড়া বোমা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, দামেস্কের বাব আল-সাগির এলাকায় সড়কের পাশ থেকে এক ব্যক্তি এই আত্মঘাতী জোড়া বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে। তবে প্রাথমিকভাবে হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থালে আইন-শৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুর করে।
বিডি-প্রতিদিন/ ১১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮